Call

১.বিভিন্ন সালে আসা প্রশ্ন গুলো ভালো করে পড়ুন। ২.সব বিষয় জে সমান গুরত্ত দিয়ে পড়ুন। ৩.টেস্ট পেপার অনুসরণ করে পড়ুন। ৪.নিজে নিজে সাজেশন তৈরি করে পড়ুন, ৫.আপাতত নেট থেকে দূরে থাকুন। ৬.শরীর সুস্থ রেখে রুটিন থেকে একটু বাড়তি পড়ুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পড়বেন তবে বেশি রাত জেগে নয়।যেগুলো পড়ছেন সেগুলো ভালো করে বার বার রিভিসন দিন।বিভিন্ন স্বনামধন্য স্কুলে প্রশ্ন এবং উত্তরগুলো পড়ুন কাজে দিবে।কখনো পরীক্ষা নিয়ে অযথা চিন্তা করবেন না।বোর্ড বইগুলো বেশি করে পড়ুন।এত প্রশ্নের উত্তর দিতে বেশি সুবিধা হবে।এখন নতুন করে কোনো কিছু মুখস্ত করতে যাবেন না।পাড়লে সকল নাম করা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো যোগার করুন এবং সেগুলো চার্চা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
shuvoshek

Call

প্রথম কথা হলো বইয়ের রিড়িং অংশটুকু ভালো করে পাঠ করো ৷ বাইরে বন্ধুদের সাথে আড্ডা কম দিবে ৷ রাত জেগে পড়বে না ৷ হাতের লেখা যথাসম্ভব সুন্দর করার চেষ্টা করে ইত্যাদি বিষয় লক্ষ্য করলে ইনশাআল্লা ভালো ফল পাবে ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সৃজনশীল বাদে যে বিষয়গুলো আছে সেগুলোর সাজেশন ও টেস্ট পেপারগুলো ভালভাবে চর্চা করুন‍।বিগত সালের প্রশ্নগূলো ফলো করবেন।আর যেসব সাবজেক্ট সৃজনশীল সেগুলোর মূল বই অবশ্যই ভাল করে পড়তে হবে।এটা মনে রাখবেন মুল বইয়ের ভিতর থেকেই সব আসবে।পড়ার routine তৈরী করে মন দিয়ে ভাল ভাবে লেখাপড়া করতে করতে থাকুন। নিজের অধ্যবসায় চালিয়ে যান আশা করি ভাল result অর্জন করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ