ফ্রিল্যান্সার হতে কি কি লাগে অর্থাৎ কি কি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হয় এবং কিভাবে ফ্রিল্যান্সার শিখে ইনকাম করা যায়। একটু বিস্তারিত ভাবে বলবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে সর্ব্প্রথমে অবশ্যই ইংলিশে ভাল দক্ষ হতে হবে। তারপর আপনাকে অবশ্যই কোন না কোন একটা বিষয়ের উপরে কাজ জানতে হবে যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি। অনেক কাজই ফ্রিলেন্স মার্কেটে পাওয়া যায়। আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন। ইউটিউবে অনেক ভাল ভাল টিউটোরিয়ার আছে কাজ শিখার জন্য্। যদি আপনার ইংরেজিতে দক্ষতা ভাল থাকে তবে আগে কাজ শিখুন ভাল করে। যদি ভাল কাজ জানেন তবে টাকা কামানো কোন ব্যাপার না। টাকা আপনার পিছনে দৌড়াবে। আপনার সুবিধার্তে আমি কিছু ভাল ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের নাম দিয়ে দিচ্ছি। তবে সাবধান কাজ না জেনে মার্কেটে একাউন্ট করবেন না। কারন একাউন্ট করলেই আপনার ইনকাম হবে না। কাজে বিড করতে হবে, কাজ নিতে হবে। বায়ার যদি সন্তুষ্ট হয় কাজে তাহলেই আপনি টাকা পাবে। গুগল সার্চ করেন, ইউচিউবে ভিডিও দেখেন সব কিছু পেয়ে যাবেন।
1. http://www.upwork.com
2. http://www.elance.com
3. http://www.freelancer.com
4. http://www.guru.com
5. http://www.fiverr.com

আর অনেক সাইট আছে কাজ করার জন্য। লেগে থাকেন সাফল্য আসবেই।
শুভ কামনা রইল আপনার জন্য। 
ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ