শেয়ার করুন বন্ধুর সাথে
Call

টিভি ও রেডিওতে যেসব অনুষ্ঠান প্রচারিত হয়, এগুলোর প্রায় সবই পূর্বে ধারণকৃত। যদ্বরুণ এসব অনুষ্ঠানের শুরুতে দেয়া সালাম সরাসরি সালাম নয়। তাই এর উত্তর দেয়া জরুরী নয়। অবশ্য জায়িয। তবে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে প্রদত্ত সালাম এবং ধারণকৃত অনুষ্ঠান প্রচার শুরু করার পূর্বে সরাসরি যে সালাম দেয়া হয়, সতর্কতা স্বরূপ তার উত্তর দেয়া উত্তম।- জাওয়াহিরুল ফিকহ: ৫/১৬৭, আহসানুল ফাতাওয়া: ৮/১৩৮, কিফায়াতুল মুফতী: ৯/২১৬।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ