Unknown

Call

ফোন স্লো হওয়াতে এসব অ্যাপ আসলে কাজ করেনা। এরা যেরকম স্লো হওয়ার কথা বলে তা হলো অতিরিক্ত Cached Data জমা হওয়ার ফলে গতি কমে যাওয়া। কিন্তু আমরা যে কারনে স্লো গতির মুখে পড়ি তার কারন ভিন্ন। অ্যান্ড্রয়েডের OS অনুযায়ী আপনি ২৫% র‍্যাম খালি রেখে ব্যবহার করলে মোবাইল স্লো হবার চান্স ১%। অতিরিক্ত রানিং অ্যাপ থাকলেও মোবাইল স্লো হয়ে যায়। Settings >> Apps >> (Drag) Running App >> এখানে থাকা অ্যাপগুলোর মধ্যে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো দেখে নিন >> এবার All Apps এ যান >> (মেনু) >> Sort by size >> অপ্রোয়জনীয় রানিং অ্যাপ ও অতিরিক্ত ডাটাযুক্ত অ্যাপগুলো আনইন্সটল করে দিন। আনইন্সটল করতে না চাইলে Clear All Data তে ক্লিক করুন। (এতে উক্ত অ্যাপ নতুনের মত হয়ে যাবে, কোনো প্রগ্রেস যেমন: ফেইসবুক হলে লগ আউট হয়ে যাবে, গেম নতুন থেকে শুরু হবে। তাই বুঝে শুনে ক্লিক করবেন) আশা করি এসব দিকে খেয়াল রাখলেই আপনার মোবাইলে গতি ঠিক রাখতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ