মেমোরি ফাইল,ভিডও,মেসেজ লক হয়ে গেছে দেখতে পাচ্ছি না
Share with your friends
ZENITH

Call

কয়েকবার (সাধারণত ৫ বার) ভুল পাসওয়ার্ড দিলে Forgot Password নামে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনার জিমেইল (যেটা দিয়ে Google Play তে লগ-ইন করেছিলেন) দিয়ে লগইন করুন। লক খুলে যাবে এবং আপনাকে সিকিউরিটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে নতুন প্যাটার্ন/পিন সেট করুন বা None সিলেক্ট করুন।

Talk Doctor Online in Bissoy App

কম্পিউটার দিয়ে ব্রাশ দিয়ে নিন।

Talk Doctor Online in Bissoy App
NahidAkib

Call

computer দিয়ে ফ্ল্যাশ দিতে হবে,এছাড়া কোনো উপায় নেই।

Talk Doctor Online in Bissoy App
ahmedfahad

Call

মোবাইল বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো হলো: ১. Volume Down + Volume Up + Power button. ২. Volume Down + Power button. ৩. Volume Up + Power button. ৪. Volume Up + Home + Power button. ৫. Volume Up + Camera button. ৬. Home + Camera button. ৭. Home + Power button আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই: কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন “Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে। এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ। ব্যস কাজ শেষ

Talk Doctor Online in Bissoy App