প্রেম করা হারাম না হালাল,,,,,
শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

ইসলাম বেগানা নারীর প্রতি তাকানোর প্রতিও নিষেধ করেছে,আর প্রেম তো অনেক দূরের ব্যাপার৤ইসলামে প্রেম করা সম্পূর্ণ হারাম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না । জায়েজ নেই । তবে বিয়ের পরে নিজ স্ত্রীর সাথে প্রেম করা জায়েজ আছে । আল্লাহ বলেন - "তোমাদের জন্যে হালাল সতী- সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর তাদেরকে স্ত্রী করার জন্যে, কামবাসনা চরিতার্থ করার জন্যে কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্যে নয়।" (সূরা মায়িদা : ৫) সুতরাং তারা স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ