বর্তমান যুগে প্রেম বলতে যেটা বুঝানো এ দৃষ্টিকোন থেকে এটা কোনভাবেই বৈধ নয়। কারণ- 1. ইসলাম গায়রে মাহরামের সাথে দেখা করতে নিষেধ করেছে, অথচ এ ক্ষেত্রে উভয়ের মাঝে অবাধে দেখো সাক্ষাত করা হচ্ছে। 2. ইসলাম পর পরুষের সাথে অপ্রয়োজনে কথা বিলতে নিষেধ করেছে, অথচ এ ক্ষেত্রে তার বিপরীত। 3. ইসলাম পর পুরুষের সাথে এমন ভাষায় কথা বলতে নিষেধ করেছে, যার কারণে পুরুষরা স্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। অথচ এ ক্ষেত্রে এর কোন তুয়াক্কা করা হয় না। 4. ইসলাম পর্দা করতে বলেছে, কিন্তু এ ক্ষেত্রে এর বিপরীতটা পদর্শিত হয়। এছাড়াও এর মাধ্যমে অশ্লীলতার বিস্তার ঘটা সহ আরো অনেক কারণ রয়েছে, যার কারণে এটা সর্বসম্মতিক্রমে অবৈধ। এমনকি যারা এর প্রতি আকৃষ্ট হয়ে মেয়ের অভিভাবকের অনুমতি ব্যতিরেকেই বিবাহ করে তাদের বিবাহ শুদ্ধ নয়্ । সুতরাং তারা যত দিন পর্যন্ত একত্রিত থাকবে তাদেরকে ব্যভিচারের গোনাহের ভার বহন করতে হবে। তাদের ঘর থেকে যে সন্তান আসবে তা হবে অবৈধ । সুতরাং আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে হেফাযত করুন । আমীন । الله اعلم

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ