চার বছর যাবত আমার েপেট েগস হয় িক ভােব এেকভাের ভাল হয়া যায়
শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

কিছু নিয়ম মেনে চলেন, তাহলে এই গ্যাস্টিক হতে আপনি অনায়াসে রেহায় পাবেন। মূলত ওযুধের পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে গ্যাষ্ট্রিক সমস্যা থেকে বেঁচে চলা সম্ভব। কারণ এ সময় পেটে গ্যাস ও পাতলা পায়খানাও হয়ে থাকে। যে নিয়মগুলো মেনে চলতে হবে: # প্রথমত: পরিমিত মাংস খেতে হবে। # যাদের বয়স বেশি তাদের চর্বিজাতীয় মাংস খাওয়া যাবে না। # অতিরিক্ত শুকনা মরিচের ঝাল দিয়ে মাংস রান্না করবেন না। কারণ শুকনা মরিচের ঝাল গ্যাস্টিক বাড়িয়ে দিতে পারে। # পেট খালি না রাখা, আবার পেটভরে না খাওয়া। # প্রতিদিন একই সময়ে আহার করা। # কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকেল আশ জাতীয় খাবার বেশি খেতে হবে। # খাবার সব সময় ভালোমতো চিবিয়ে খেতে হবে। # যে কোনো প্রকার কোল্ড ড্রিংকস পরিহার করতে হবে। # খাবার খাওয়ার সময় টিভি না দেখা এবং কোন প্রকার তর্ক, বিতর্কে না করায় ভালো। # খাবার সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া। অন্তত: খাবার একঘণ্টা পর শোয়া উচিত। # ধুমপানের অভ্যাস থাকলে, তা অবশ্যই পরিহার করতে হবে। # টেনশন মুক্ত থাকতে হবে। কারণ মানসিক উৎকণ্ঠা, উত্তেজনা গ্যাস্ট্রিকের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। # নিয়মিত হালকা ব্যায়াম করুন। # প্রতিদিন সকালে খালি পেটে একগ্লাস ঠাণ্ডা পানি খেতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ