আমার fb তে বন্ধু অনেক হয়ে গেছে ।তাই বন্ধু গ্রহন করব না। কি করব?
Share with your friends

যদি বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করতে না চান, তাহলে সেগুলো একটা একটা করে Delete Request করে দিন । আর রিকোয়েস্ট একসেপ্ট না করে রেখে দিলেও কোনো রকম ক্ষতি হয়না । এতে আপনারই Follwers এর সংখ্যা বাড়বে ।

Talk Doctor Online in Bissoy App
MituShaleh

Call

আপনি কী বুঝাতে চেয়েছেন যে কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর পর কি করবেন ফ্রেন্ড হিসেবে গ্রহন করতে না চাইলে? যদি তাই হয়ে থাকে তাহলে কনফার্ম ( confirm)এর পাশেই ডিলেট রিকুয়েস্ট (delete request) অপশন এ ক্লিক করুন। আর যদি চান যে কোনো ফ্রেন্ড রিকুয়েস্ট ই না আসুক তাহলে প্রসেস দিয়ে দিচ্ছি কি করে ফ্রেন্ড রিকুয়েস্ট আসা অফ করবেন Settings & Privacy+privacy+ Who can send you friend requests? এ যেয়ে everyone অপশন টি চেন্জ করে নিন।

Talk Doctor Online in Bissoy App

আপনি ফেসবুকে বন্ধু গ্রহন করতে না চাইলে কনফার্ম না করে হাইড করে দিন। আর যারা এমনিভাবে বন্ধু হয়ে গেছে তাদেরকে বন্ধু থেকে বাদ দিতে আনফ্রেন্ড করে দিন।

Talk Doctor Online in Bissoy App