শেয়ার করুন বন্ধুর সাথে

© হচ্ছে Copyright বা মেধাস্বত্ব চিহ্ন। মেধাস্বত্ব কোন একটি বিশেষ ধারণার প্রকাশ বা তথ্য ব্যবহারের নিয়ন্ত্রণকারী বিশেষ কিছু অধিকারের সমষ্টি বা সেট। সবচেয়ে সাধারণ ভাবে, শাব্দিক অর্থে এটা কোন মৌলিক সৃষ্টির 'অনুলিপি তৈরির অধিকার' বুঝায়। বেশিরভাগ ক্ষেত্রেই এই অধিকারগুলো সীমিত সময়ের জন্য সংরক্ষিত থাকে। ধরুন আপনি একটা নতুন প্রযুক্তির মোবাইল তৈরি করলেন। এখন কেউ যদি ঐটার অনুরুপ তৈরি  করতে চান তাহলে অবশ্যই আপনার অনুমতি নিতে হবে। © ব্যবহার করে যাতে সবাই বুঝতে পারে এটার মেধাস্বত্ব সংরক্ষিত চাইলেই কপি করা যাবে না। আর ওইটা না দিলে বা মেধাস্বত্ব সংরক্ষিত না হলে যে কেউ তার ইচ্ছা মত ব্যাবহার করতে পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ