শেয়ার করুন বন্ধুর সাথে

http://www.kalerkantho.com/assets/images/news_images/2014/10/16/image_140085.friends-enjoying-on-beach-photography06.jpg বন্ধুত্ব অর্জন যেমন কঠিন, দীর্ঘদিন টিকিয়ে রাখা তার চেয়েও কঠিন। তার পরেও বহু ব্যক্তি তাদের সারাজীবন ধরে বন্ধুত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন। সম্প্রতি বিশেষজ্ঞরাও বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছেন। তাদের গবেষণায় উঠে এসেছে কয়েকটি বিষয়, যা দীর্ঘস্থায়ী বন্ধুত্ব টিকিয়ে রাখার সূত্র হিসেবে কাজ করে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট। ১. প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখা প্রত্যাশাকে নিয়ন্ত্রণের মানে এটা নয় যে, প্রিয় বন্ধুর কাছে কোনোকিছু আশা করা যাবে না। আশা অবশ্যই থাকবে কিন্তু তা হতে হবে নির্দিষ্ট একটি পর্যায় পর্যন্ত। এজন্য যারা দীর্ঘস্থায়ী বন্ধুত্ব টিকিয়ে রাখেন তারা জানান, কোনো বন্ধুই আপনার সব চাহিদা পূরণ করতে পারবে না। আর তাই তার বিষয়টিও মাথায় রাখতে হবে। ২. পরিবর্তনে মানিয়ে নেওয়া যারা দীর্ঘস্থায়ী বন্ধুত্ব করতে জানেন তারা বন্ধুত্বের বিষয়ে নমনীয় এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অভ্যস্ত। তারা জানেন সম্পর্কের ক্ষেত্রে কেউই সম্পূর্ণ নিখুঁত নন। তারা উভয়েই বন্ধুত্বকে বাড়িয়ে তুলতে যেমন পারেন তেমন বন্ধুর ছোটখাট দোষ-ত্রুটি মেনে নিতেও জানেন। ৩. একে অন্যের জন্য সময় ব্যয় দীর্ঘদিনের বন্ধুরা একে অন্যের পেছনে সময় ব্যয় করে। তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করে কিংবা একসঙ্গে সময় কাটায়। এতে তাদের পরস্পর ভাব বিনিময় যেমন সহজ হয় তেমন বন্ধুত্বও দীর্ঘস্থায়ী হয়। ৪. চিরদিনের বন্ধুত্বে তাদের সমর্থন ও আগ্রহ বন্ধুত্বকে দীর্ঘস্থায়ী করতে প্রয়োজন আগ্রহ ও যথাযথ মূল্য প্রদান। দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল্য বুঝতে পারলেই কেবল তা করা সম্ভব। অমূল্য এ বন্ধুত্বকে যথাযথ সম্মানের সঙ্গে লালন-পালন করতে হয়। একে অন্যের বন্ধুত্বের প্রতি সম্মান করতে হয়। ৫. বন্ধুত্ব টিকিয়ে রাখা শেখা অনেকেই জানে না যে বন্ধুত্ব কিভাবে টিকিয়ে রাখতে হয়। ফলে নানা কারণে তাদের বন্ধুত্ব ক্রমে হারিয়ে যায়। বিপরীতে যারা দীর্ঘদিন বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে, তারা এর মূল বিষয়টি জানে। এতে থাকতে হয় স্বাভাবিকতা। বন্ধুত্বের মাঝে ভুল বোঝাবুঝি, নার্ভাস ভাব ইত্যাদি দূরে রাখা শিখতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রত্যেকের জিবনে বন্ধুর প্রয়োযন রয়েছে। প্রায় ক্ষেত্রে দেখা যায় বন্ধুত্বের ফাটল ।আর তখনি আপনার ভালো বন্ধুটা শত্রুতে পরিনত হয়ে যায়।বন্ধুত্ব অটুট রাখতে আপনাকে সবসময় সত্য কথা বলতে হবে । কখনোও মিথ্যা কথা বলে ধোকা দিবেন না,যে কোনো বিষয় আপনার বন্ধুর সাথে লেয়ার করতে পারেন , অনেক সময় দেখা যায় সামান্য বিষয়ে বন্ধুর সাথে ঝগরা করা । এ সামান্য বিষয় আপনাকে মিমাংশা করে নিতে হবে। আপনি আপনার বন্ধুকে ছুটো খাটো উপহার দিতে পারেন। বন্ধুত্ব অটুট রাখার আরও অনেক উপায় রয়েছে ।সর্বপারি আমি বলতে চায় বন্ধুর সাথে টাকা লেনদেন না করাই ভালো,কেননা বেশির ভাগ ক্ষেত্রে টাকার জন্য বন্ধুত্ব নষ্ট হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ