আমার খুব ঘন ঘন প্রসাব হয় এবং আমার তলপেটের ডান দিকে প্রচন্ড ভাবে শুলানো অনুভব করি কেন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Minka

Call

সাধারনত ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হলে ঘন ঘন পেশাব হয় | এছাড়া মূত্র থলির ধারন ক্ষমতা কমে গেলে ও ঘন ঘন পেশাব হয় | আবার মূত্র থলিতে পাথর হলেও বার বার অল্প অল্প করে পেশাব হয়, পরিপূর্ন ভাবে হয়না | কিন্তু আপনার যেহেতু তলপেটের ডানদিকে ব্যাথা হয় কাজেই ভাল একজন নেফ্রলোজিস্ট এর তত্তাবধানে থেকে আপনার পরীক্ষা করে দেখা উচিৎ |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MHR

Call

আপনি ভাল একজন ডাক্তারের সাথে পরামর্শ করুণ|এবং আপনি ডায়াবেটিস পরীক্ষা করান|আর আপনার যদি বেশি মিস্টি জাতীয় খাওয়ার অভ্যাস তাকে তাহলে বাদ দিন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ