Call

অবশ্যই দিতে পারব। তাহলে দেখুন বাংলার সিলেবাস। বাংলা ১০০ নম্বরের মধ্য ব্যাকরণ ৩০ এবং নির্মিতি ৭০ নম্বর করা হয়েছে। ব্যাকরণ অংশে বাংলা উচ্চারণের নিয়ম,বাংলা বানানের নিয়ম,বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী,বাংলা শব্দগঠন,বাক্যতত্ত,বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ।এভাবে ৩০ নম্বর। ব্যাকরণ অংশে পারিভাষিক ও অনুবাদ হতে ১টি,দিনলিপি ও অভিঙ্ওতা বর্ণনা হতে ১টি,ইমেইল,পত্র,আবেদন হতে ১টি। সারাংশ,সারমর্ম,সারসংক্কেপ,ভাবসম্পসারণ হতে ১টি। সংলাপ ও খুদে গল্প রচনা হতে ১টি। প্রবন্ধ রচনা ৫টি হতে ১টির উত্তর দিতে হবে। এভাবে (৩০+৭০)=১০০ নম্বর থাকবে। আর ইংরেজি সিলেবাস ১ম পত্র না ২য় পত্র প্লিজ নির্দিষ্ট করে জানান।

Talk Doctor Online in Bissoy App

আপনি এইচএসসি ইংলিশ সাজেশন পেতে পারেন এখান থেকে HSC exam Suggestion

Talk Doctor Online in Bissoy App