AbdulHalim

Call

স্বাভাবিক ভাবে কোন দাঁদ বা চুলকানি মলম দিয়ে ভালো হয়না,মলম সাময়িকভাবে চামড়ার ক্ষত সারাতে কাজ করে৤তাই আপনি দ্রুত সর্বোত্তম সামাধান পেতে একজন বিশেষজ্ঞ চর্ম ডাক্তারের শরণাপন্ন হোন এবং তার পরমার্শ অনুযায়ী ঔষধ সেবন করুন৤

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
avir

Call

আপনি কি মলম ব্যবহার করছেন তা আমার জানা নেই তবে দাদ ও চুলকানির জন্য সবচেয়ে ভালো মলম হচ্ছে ট্রাইকোড্রামা ১০g ক্রিম টা ১-২ সপ্তাহ ব্যবহারে দাদ চুলকানি সম্পূর্ণ ভাবে সেরে উঠে লাগানোর আগে হালকা গরম পানি দিয়ে জায়গা টি ধুয়ে নিবেন তারপরে শুকিয়ে মলম টি লাগিয়ে রাখবেন। যদি তা মারাত্মক আকার ধারণ করে তখন ডাক্তার এর পরামর্শ ছাড়া বিকল্প নেই

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ