মাছ পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহন করে বেঁচে থাকে ।কিন্তু ডাঙ্গায় তুললে এতো অক্সিজেন পাওয়ার পরেও মারা যায় কেন ?
শেয়ার করুন বন্ধুর সাথে
AlNahiyan

Call

পানিতে অক্সিজেনের পরিমাণ ডাঙ্গার চেয়ে অনেক বেশি.কারণ পানি হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত. আর মাছের শ্বাসকার্যের জন্য রয়েছে ফুলকা.ফুলকা এমনভাবে মহান আল্লাহ্ তৈরি করেছেন যেটা শুধুমাত্র পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে,ডাঙ্গায় উঠলে ফুলকা অক্ষম হয়ে পড়ে.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ