শেয়ার করুন বন্ধুর সাথে

ধন্যবাদ প্রশ্নটি করার জন্য । গাছ সাধারনত অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই-অক্সাইড গ্রহন করে । কিন্তু রাতে তা ভিন্ন । অর্থাত্‍, প্রায় সব গাছই রাতে অক্সিজেন গ্রহন করে থাকে । (নিম গাছ ছাড়া) । তাই রাতে, বেশী পাতাযুক্ত গাছের (তেঁতুল গাছ) নিচে যাওয়া ঠিক না কারন ঐ সময় গাছের আশপাশের অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ।তাই সেখানো কোন মানুষ গেলে তারও নিশ্বাস নিতে কষ্ট হবে এমনকি অজ্ঞান ও হয়ে যেতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ