ব্যাচ ২০১৪--২০১৫। যারা ২০১৬ তে পরিক্ষা দিবে-- তাদের কথা বলছি।
Share with your friends

Call

আপনি জানতে চেয়েছেন HSC বাংলা ২য় পত্রের সিলেবাস। এ বছরের নতুন সিলেবাসে ব্যাকরণ:৩০ এবং নির্মিতি:৭০ নম্বর করা হয়েছে। ব্যাকরণ অংশে বাংলা উচ্চারণের নিয়ম,বাংলা বানানের নিয়ম,বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী,বাংলা শব্দ গঠন,বাক্যতত্ত এভাবে ৬নং এ মোট ৩০ নম্বর। নির্মিতি অংশে পারিভাষিক শব্দ ও অনুবাদ হতে একটি,দিনলিপি ও অভিঙ্ওতা বর্ণনা থেকে একটি,ইমেইল ও পত্রলিখন অথবা আবেদনপত্র হতে একটি।সারাংশ,সারমর্ম ও সারসংক্কেপ হতে একটি,সংলাপ ও খুদে গল্প রচনা হতে ১টি,প্রবন্ধ রচনা ৫টি হতে ১টির উত্তর দিতে হবে। এভাবে ৬নং এ ৭০ নম্বর থাকবে। ৩০+৭০= মোট ১০০ নম্বর।

Talk Doctor Online in Bissoy App
Call

এর জন্য নির্দিষ্ট কোন সিলেবাস নেই।বোর্ডে আসা প্রশ্নগুলো বারবার চর্চা করতে হবে।ভাষারীতি বইটি এরজন্য বেশ ভাল।কিনে নিয়ে চর্চা করতে থাকুন।

Talk Doctor Online in Bissoy App