AlNahiyan

Call

pevision নামে একটা ক্রিম আছে,ঐটা দিয়ে দেখতে পারেন. সবচেয়ে ভালো হত যদি নখের কোনা নষ্ট হওয়া শুরু করার সময় এই ক্রিমটি লাগালে. অবস্থা বেশি খারাপ হলে ডাক্তার দেখান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কুনির সমস্যায় অনেকেই কষ্ট পেয়ে থাকেন । আপনি একটি কাজ করতে পারেন যা আমার মা-বড়মা করে থাকে এবং ফলও পায় ভাল । আশা করি আপনিও ভাল ফল পাবেন । ==== আপনি মুদি দোকান থেকে তুতে (নীল রঙের হয়, আমরা তুইতা বলি,, এটা ভুলেও খাবেন না ।) কিনে গুড়ো করে ৫-৬ ফোটা পানিতে অল্প পরিমাণ তুতে নিয়ে গুলিয়ে ওই পানি কিছুক্ষন রেখে দেবেন (প্রায় ১ ঘন্টা) । তারপর আপনার কুনিতে ওই পানি কোনো কিছু দিয়ে লাগান । এভাবে দিনে ৩-৪ বার লাগাবেন । যতদিন পর্যন্ত না কুনির ব্যাথা সেরা যায় । তারপর দেখবেন পুজ বেড়িয়ে গিয়ে নতুন চামড়া গজাবে । নখও সুন্দর হবে । আর হাতে ওই পানি লাগলে অবশ্যই হাত সাবান দিয়ে ধোবেন । ।। ধন্যবাদ ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই আপনি গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেষ্টের মত তৈরি করে নিন! এই পেষ্টি আক্রান্ত নখের উপর লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পযন্ত এভাবে দিনে ২/৩ বার ব্যবহার করুন ভালো না হওয়া পযন্ত!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ