Unknown

Call

প্রথমত বিভিন্ন মৌসুম বা ঋতুর সময়কাল নির্ধারণের প্রয়াসে মাস গননার ধারণা যুক্ত হয়। তখন ৩০ দিন হিসেবেই মাস নির্ধারিত হতো, এরপর সূর্য পৃথিবীকে ৩৬৫ দিনে আবর্তন করে এর সাথে মিল ঘটাতে ১ মাস পর ১মাস ৩১ দিন করা হয়। এ হিসেবে ফেব্রুয়ারী ২৯ দিন ছিলো, কিন্ত পরে এই উনত্রিশ থেকে একদিন কেটে গ্রিসের রাজা অগাস্টাস সিজারের সম্মানে আগস্ট মাসকে ৩১ দিন করা হয়। বিজ্ঞানের উন্নতিতে যখন জানা যায় পৃথিবী মূলত ৩৬৫ দিন , ৬ ঘন্টা ৪৬ মিনিট ৪৭ সেকেন্ডে একবার সূর্য আবর্তন করে তখন থেকে চার বছর পর পর ফেব্রুয়ারি ১ দিন বাড়িয়ে গননা করা হয়। এর কারন ৬ঘন্টা প্রতি চারবছরে ২৪ ঘন্টা বা ১ দিন হয়, এই সময়টা খাপ খাওয়াতেই লিপ ইয়ারের প্রচলন শুরু। দেখতেই পাচ্ছেন এটা একটা ধারাবাহিক বিবর্তন তাই বলতে পারেন এর কোনো একক আবিষ্কর্তা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ