শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই দিক হল দুটো একটা ভাল দিক অপরটা কুফুরী বা খারাপ দিক। আপনি ভাল দুয়া করে একজনকে ভাল করতে পারবেন আবার কুফুরী করে (যেমন, কুরআনের অনেক আয়াত উল্টা করে তাবিজ করে) ভাল করতে পারবেন(এটা খুফুরী)। এমনিভাবে খারাপও করতে পারবেন। যারা ভাল তারা কুরআনের আয়াত লিখে তাবিজ করে।যারা খারাপ তারা কুফুরী চালান করে তাবিজ করে। এবার আপনি তাকে পরীক্ষা করে দেখবেন যে সে কি ভাল কিনা। ভাল হলে যায়েজ হবে। কারন সে কুরআন দ্বারা তাবিজ দেয়। কুরআন মানবজাতির সংবিধান। যদি ঔষধ না থাকতে? তাহলে এভাবেই কুরআন দ্বারা ওষুখ ছারান লাগত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ