Call

Baadshah Brindaavanam (2010) Brothers Chandamama Darling Dhada Ganesh Just Ganesh Hara Hara Mahadeva Magadheera (2009) Mr Perfect Naa Peru Shiva Nayak Om Shanti Pourudu Saarocharu Saroja The Business Man Thupaki প্রথম মুভি তেলেগু মুভি Lakshmi Kalyanam বলিউড মুভি Kyun...! Ho Gaya Na

Talk Doctor Online in Bissoy App
Birdnest

Call

২০০৪ সালে, কিউ! হো গায়া না... চলচ্চিত্রের মাধ্যমে বলিউড চলচ্চিত্র শিল্পে এবং ২০০৭ সালে, লক্ষ্মী কালিয়ানাম চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে। তার প্রথম বাণিজ্যিক সাফল্য ছিলো চান্দামামা (২০০৭)। তবে তিনি জনপ্রিতা অর্জন করেন মূলত মাগাধীরা (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের পর, যা ছিলো তার অভিনীত সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য।[৯] এবং তিনি শ্রেষ্ঠ তেলুগু অভিনেত্রীর জন্যে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হন। ডার্লিং (২০১০), বৃন্দাভানাম (২০১০), মি. পারফেক্ট (২০১১), বিজনেসম্যান (২০১২), নায়ক (২০১৩) এবং বাদশাহ (২০১৩) চলচ্চিত্রে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি তেলুগু চলচ্চিত্রে নেতৃস্থানীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।[১০] তিনি তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন, নান মহান আল্লা (২০১০) তার উল্লেখযোগ্য কাজ। কিন্তু মাগাধীরা (২০০৯) চলচ্চিত্রের পর মাত্তারান (২০১২) এবং ঠুপ্পাক্কি (২০১২) তার দ্বিতীয় সবচেয়ে বড় সাফল্য, যার মাধ্যমে তামিল চলচ্চিত্রে তিনি নেতৃস্থানীয় অভিনেত্রী হিসাবে আবির্ভূত হন।[১১] তিনি বলিউডে প্রত্যাবর্তন করেন সিংহাম (২০১১) চলচ্চিত্ররে মাধ্যমে, যা ছিলো ব্লকবাস্টার।[১২] যখন তার পরবর্তী চলচ্চিত্র স্পেশাল ২৬ (২০১৩) চলচ্চিত্র বক্স অফিসে সাফল্য অর্জন করে।[১৩]

Talk Doctor Online in Bissoy App