আমি মানবিক বিভাগ থেকে এইস এসসি পাশ করেছি তাহলে আমি কি প্রোগ্রামার হতে পারব? অনার্স এর পাশাপাশি প্রোগ্রামিং করতে পারব কি। প্রোগ্রামিং শেখার লিঙ্ক চাই?
শেয়ার করুন বন্ধুর সাথে
NaSb_1151

Call

অবশ্যই প্রোগ্রামার হতে পারবেন। এর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়েনা। প্রথমে 'পাইথন(python)' দিয়ে শেখা শুরু করতে পারেন, বা "সি(C)" দিয়েও শুরু করতে পারেন। আমি পাইথনকেই প্রাধান্য দিবো। কারণ সহজ ও এর জন্য আপনি অনেক ডকুমেন্টেশন পাবেন। পাইথন ভালভাবে শেখার জন্য সব লিঙ্ক একত্রেঃ http://codebangla.sakir.xyz/python/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ