শেয়ার করুন বন্ধুর সাথে
Call

না এটা সম্মুর্ণই মিথ্যা বানোয়াট আর একটা কুসংস্কার । এর কোনো যুক্তিযুক্ত উত্তর কোথাও পাওয়া যাবে না । এই কুসংস্কার বেশিরভাগ গ্রামেই প্রচলিত । কিন্তু দিনে দিনে মানুষ সচেতন হওয়ার কারণে এই কুসংস্কার বর্তমান তেমন প্রচলিত নয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রাতে হুতুম প্যাঁচা ডাকলে বিপদ ঘটে কথাটা সঠিক নয়। এটা কুসংস্কার মাত্র।

সহীহ মুসলিমের হাদিসে, আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, প্যাঁচা ও কু-ধারণা বিশ্বাসের বৈধতা নেই।

আমাদের জেনে রাখা ভাল যে, আসমান-জমিন ও এগুলোর মধ্যে যা কিছু আছে, সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এমন কিছু নেই, যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তাদের এই তাসবিহ পাঠ সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে না।

পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, সাত আকাশ, পৃথিবী ও এগুলোর মধ্যে যা কিছু আছে, সব কিছুই তার (আল্লাহর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর এমন কিছু নেই, যা তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তোমরা তাদের পবিত্রতা ও মহিমাকীর্তন বুঝতে পারো না। অবশ্যই তিনি সহিষ্ণু, ক্ষমাশীল। (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৪৪)।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ