উদাহরণস্বরূপঃ "ইয়া মুক্বছিতু" পাক নামটি রোজ ৭ বার পাঠ করলে মনের আশা পূরণ হয়। এজাতীয় যতগুলো আমল আপনি জানেন সবগুলো বলেন। অবশ্যই ফজিলত সহ। একাধিক উত্তর দিতে পারেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নামাযের পর মাথায় হাত রেখে বলুন, ইয়া- ক্ববিয়ু অর্থ সর্বশক্তিমান। ফজিলত: আল্লাহ এই আমল কারীর মেধা শক্তি বৃদ্ধি করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MHR

Call

ইয়া মুকছেতু বললে যে মনের অাসা পুরন হয় যে কথা প্রচলিত আছে তা মিথ্যা ও বানোয়াট ! আপনি সকাল সন্ধা আল্লাহুম্মা আযিরনি মিনান নার সাত বার পরতে পারেন ! (মুত্ত্বাফাক আলাইহ ) ফজিলতঃ এই দোয়া পাঠ করলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন !

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ক্ষুদ্রতম ইবাদতের মধ্যে সর্বউত্তম ইবাদত হলোঃ লা ইলাহা ইল্লাল্লাহ্ এই যিকির করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন এবং ঈশা নামাজের পর ও আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে যান। ফযিলত ঃ আল্লাহ তা,আলা বান্দার সুরক্ষা করার ব্যবস্থা করে দেন। ফজরের নামাযের পর আয়াতুল কুরসি পাঠ করলে সারাদিন আল্লাহ্‌ র জিম্মায় থাকবেন, ঈশার সালাতের পর পাঠ করলে সারারাত আল্লাহ্‌ র জিম্মায় থাকবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
usmanahmad

Call

অল্প আমলে লক্ষ লক্ষ নেকী বইটি সংরক্ষণে রাখতে পারেন,এমন অসংখ্য আমল তাতে রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ