আপনার মুখে দাগগুলো কিসের তা উল্লেখ করেন নি। মুখের কালো-সাদা ছোপ ছোপ দাগ, ব্রণ বা মেছতার দাগ দূর করার ভেষজ কিছু পদ্ধতিঃ ১। মুখের কালো ছোপ দূর করতে ১ চা চামচ ধনিয়া পাতার রসের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া ও দুই থকে তিন ফোঁটা লেবু রস মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে ঠান্ডা জলের ঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। ২। যাদের মুখে মেছতার দাগ আছে তারা ১ চা চামচ সাদা জিরা গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ সরিষা গুঁড়া ও ১ চা চামচ ময়দা মিশিয়ে পেস্ট বানিয়ে মেছতার দাগে লাগান। ৩০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ৩। যে কোন দাগের উপরে নিয়মিত ময়দা জল দিয়ে গুলে গরম করে নিন। সামান্য গরম রেখেই ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ৪। মুখে ক্লান্তির ছাপ পড়ে গেলে সেই ছাপ কাটাতে চন্দন বাটা,তুলসি বাটা, গোলাপজল মিশিয়ে গলায় ও মুখে লাগান। দেখবেন ত্বক উজ্জ্বল হয়ে গেছে। মুখে যদি ব্রণের দাগ থাকে, তাহলে প্রতিদিন গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিন দেখবেন ব্রণের দাগ হালকা হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মুখের দাগ দুর করার জন্য আপনি বেকিংসোডা /mederma নামক ক্রীম ব্যাবহার করতে পারেন।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এই ধরণের দাগ দূর করার জন্য কোন হোমিও ডাক্তার থেকে চিকিৎসা নিন হোমিও তে এ ধরণের দাগ দূর করার জন্য ভালো ঔষুধ আছে | অনেক গুলো ঔষুধ আছে বিস্তারিত তথ্য না জানার কারণে কোন ঔষুধে নাম উল্লেখ করা গেল না |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যেহেতু দাগটি চেহারায় তাই আজেবাজে জিনিস ব্যাবহার না চর্ম ডাক্তার দেখান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ