Share with your friends

ইংরেজি Digit থেকে Digital শব্দের উৎপত্তি। Digit হচ্ছে noun আর Digital হচ্ছে verb. Digit অর্থ সংখ্যা আর Digital অর্থ আঙ্গুল দিয়ে গণনা করা। মূলত ডিজিটাল এর অর্থ গণনা করা হলেও "ডিজিটাল বাংলাদেশ" মানে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ যা আঙ্গুল দিয়ে সংখ্যা গণনা করার মতই সহজ তাই অনেক সময় ডিজিটাল একটি রুপক অর্থে ব্যবহার করা হয়। ভিশন ২০২১-এর প্রণেতাদের একজন, আবুল মাল আবদুল মুহিত, এর ব্যাখ্যা দিয়ে বলছেন, ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে সুশাসন থাকবে, সরকারের কার্যক্রমে দায়বদ্ধতা-স্বচ্ছতা থাকবে, দুর্নীতি কমে যাবে৻ তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা তথ্য প্রযুক্তির শক্তিকে ব্যবহার করতে চান৻ আবার এভাবে বলা যায় পূর্বের কোন অবস্থার তুলনায় দ্রুত, স্বচ্ছ এককথায় আপগ্রেডেড থাকা।

Talk Doctor Online in Bissoy App