শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

গৃহ পালিত গাধার গোশত খাওয়া হারাম। তবে বন্য গাধার গোশত খাওয়া হালাল। জাবের (রাঃ) বলেন, "খায়বারের যুদ্ধে রাসূল (ছাঃ) গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন" (বুখারী হা/৫৫২০; মিশকাত হা/৪১০৭) । হালাল প্রাণীর দুধ হালাল, আর হারাম প্রাণীর দুধ হারাম। তাই গৃহ পালিত গাধার দুধ খাওয়া হারাম। তবে বন্য গাধার দুধ খাওয়া হালাল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ