Minka

Call

সুদ দেওয়া নেওয়া হারাম এবং এ কাজে সহযোগিতা করাটা নিষেধ | তাই বলে মাসের শেষে পাওয়া বেতন হারাম না | আর কুরবানী একসাথে দেওয়াটা হারাম না কিংবা কুরবানীর মাংস হারাম না |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
khoshnobish

Call

বৈধ উপায়ে চাকরি পেয়ে কাজ করে বেতন নেয়া হারাম কিছু না। সে ব্যাংক বীমা যাই হোক না কেন। আর সুদ জিনিসটা সুধু ব্যাংকের সাথে জড়িত নয়। সুদ এর একটি অর্থ হলো জুলুম করা । যে কোন ভাবেই মানষ সুদ খেতে পারে। যেমন- আপনি কাওকে নিয়ে কোন কাজ করালেন এবয় তার প্রাপ্য টাকার চেয়ে ক টাকা দিলেন। অথবা লোকটি যদি আগেই বলে নেয় যে, সে কাজের জন্য তাকে কিছু টাকা বেশি দিতে হবে আর আপনি রাজি হয়ে কাজটি করিয়ে সেই বাড়তি টাকার ১ টাকও কম দেন সেটাও আপনার জন্য সুদ হবে। কারণ আপনি ইচ্ছা করে তার উপর জুলুম করলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ