যদি পুরনো ইটভাটা কিনেন, তাহলে ত আর তেমন কোন ঝামেলা থাকার কথানা, কারন সরকারি নিয়মের সব কাগজ পত্র আগে থেকেই আপনার কাছে থাকবে। তাই কিনেই আপনি কাজ শুরু করতে পারবেন। 

আয়ের হিসেব আলাদা- 

মনে করেন আপনি বছরে ৫০ লক্ষ্য থেকে ১ কোটি ইট তৈরি করলেন, তাহলে তা বিক্রি করে যদি আপনি ১ টাকা করেও আয় করেন, তাহলে আপনার আয় হবে ৫০ লক্ষ্য থেকে ১ কোটি টাকা। 

আমার বন্ধু দের আছে, সেখান থেকে জানলাম- 

ইটভাটায় যে শ্রমিকরা কাজ করে তাদের একজন নেতা থাকে, তাকে সর্দার ও বলে, সেই সর্দার সকল শ্রমিকের দায়িততে থাকে।  তাকে বছরের বাকি মাস গুলো চলার জন্য অগ্রিম টাকা দিয়ে দেওয়া হয়, যাতে পরবর্তি মরসুমে আবার সব শ্রমিক নিয়ে কাজে আসে। একে দাদন বলে। 

এটা করতে হয়, কারন ইটভাটার শ্রমিকরা বছরে প্রায় ৬ মাস কাজ করতে পাড়ে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ