শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

সিহাহে সিত্তাহ বা হাদীসের ছয়টি বিশুদ্ধতম কিতাবের রচয়িতাদের নাম, জন্ম ও মৃত্যুঃ ১। বুখারী শরীফ। রচয়িতার নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ঈসমাইল আল বোখারী। জন্ম ১৯৪ হিজরী, ওফাত ২৫৬ হিজরী ২। মুসলিম শরীফ। রচয়িতার নাম আবুল হোসাইন মুসলিম ইবনে হাজ্জাজ ইবনে মুসলিম আন নিশাপুরী। জন্ম ২০৬ হিজরী, মৃত্যু ২৬১ হিজরী ৩। তিরমিযি শরীফ। রচয়িতার নাম ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিযি। জন্ম ২০৯ হিজরী, ওফাত ২৭৯ হিজরী ৪। আবু দাউদ শরীফ। রচয়িতার নাম ইমাম আবু দাউদ সাজিস্তানী। জন্ম ২০২ হিজরী, ওফাত ২৬১ ৫। নাসায়ী শরীফ। রচয়িতার নাম ইমাম আহমাদ ইবনে শোয়াইব নাসায়ী। জন্ম ২১৫ হিজরী, ওফাত ৩৪৩ হিজরী ৬। ইবনে মাজাহ শরীফ। রচয়িতার নাম ইমাম মোহাম্মদ ইবনে ইয়াযীদ ইবনে মাজাহ কাযবীনী। জন্ম ২০৯ হিজরী, ওফাত ২৭৩ হিজরী ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ