পরিবাহির ভর একই হওয়ার কারনে পরিবাহির দৈর্ঘ্য ৪গুন হলে এর প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল হবে (১/৪)গুন। আমরা জানি রোধ, R= p(L/A).. দৈর্ঘ্য ৪গন এবং ক্ষেত্রফল (১/৪) গুন হলে রোধ R' =p{4L/(1/4A)} = 16p(L/A) সুতরাং দেখা যাচ্ছে কোনো পরিবাহির ভর অপরিবর্তন রেখে দৈর্ঘ্য ৪গুন করলে ঐ পরিবাহির রোধ ১৬গুন বেড়ে যায়। আর রোধ ১৬গুন বেড়ে যায় বলেই ১৬গুন তাপ বেশি উতপন্ন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ