রোজা থাকা অবস্থায় পানির নীচে বায়ু ছাডলে নাকি অজু ভেঙ্গে যাই কথা টা কত টুকু যথার্থ
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দেখুন, শুধু রোযা থাকা অবস্থায় নয়, সর্বাবস্থায় বায়ূ ছাড়লেই ওজু নষ্ট হয়ে যাবে। কারণ বায়ূ নিঃসরণ ওজু ভঙ্গের অন্যতম একটি কারণ। যেমন আল্লাহ তা‘আলা বলেন, ﺃَﻭْ ﺟَﺎﺀَ ﺃَﺣَﺪٌ ﻣِّﻨْﻜُﻢْ ﻣِﻦَ ﺍﻟْﻐَﺎﺋِﻂِ ﺃَﻭْ ﻻَﻣَﺴْﺘُﻢُ ﺍﻟﻨِّﺴَﺎﺀَ ﻓَﻠَﻢْ ﺗَﺠِﺪُﻭْﺍ ﻣَﺎﺀً ﻓَﺘَﻴَﻤَّﻤُﻮْﺍ ﺻَﻌِﻴْﺪًﺍ ﻃَﻴِّﺒًﺎ- ‘অথবা তোমাদের কেউ পেশাব-পায়খানা থেকে আসে কিংবা তোমরা স্ত্রী সম্ভোগ কর, তবে যদি পানি না পাও তাহ’লে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর’ (নিসা ৪৩) । এবং রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ﻻَ ﺗُﻘْﺒَﻞُ ﺻَﻼَﺓُ ﻣَﻦْ ﺃَﺣْﺪَﺙَ ﺣَﺘَّﻰ ﻳَﺘَﻮَﺿَّﺄَ. ‘যে ব্যক্তির ওযূ ভঙ্গ হয়েছে তার ছালাত হবে না যতক্ষণ পর্যন্ত সে ওযূ না করে’।[বুখারী, হা/১৩৫]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
munna63

Call

রোজা থাকা অবস্থায় পানির নিচে বায়ু ছাড়লে আপনার ওযু রোজা দুইটাই ভাঙ্গবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অজুর ফরজ ৪টি ============ ১· মাথার চুলের গোড়া থেকে থুতনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ কমপক্ষে একবার ধোয়া। ২· দুই হাত কনুই সহ কমপক্ষে একবার ধোয়া। ৩· মাথার চার ভাগের এক ভাগ কমপক্ষে একবার মাছেহ করা। ৪· দুই পা টাকনু সহ কমপক্ষে একবার ধোয়া। এখন যেহেতু উনি পানির তলে বায়ূ ছেড়েছে অজু নষ্ট হয়েও যেন নষ্ট হয়নি, কেননা ঐ অবস্হায় পানির ভেতর থাকার কারণে তার অজু পরিপূর্ণ হয়ে যাবে। কারণ পানির ভেতর থাকার দরুণ অজু করতে যে সব অঙ্গ ধোতে হয়, তা ধোয়া হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কথাটি সম্পূর্ণ রূপে যথার্থ।প্রস্রাব,পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হলেই অজু ভেঙ্গে যায়।রোজা অবস্থায় হোক কিংবা রোজাহীন অবস্থায়।image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যদি গোসল অবস্থায় হয় তাহলে ভাঙবেনা কেননা তখন ওজুর যে সমস্ত ফরজ আছে তা আদায় হয়ে যাচ্ছে,যদি শুধু কোমর পর্যন্ত পানির বিতর থাকে তাহলে ওজু ভেঙে যাবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ