শেয়ার করুন বন্ধুর সাথে
Ujjolray

Call

প্রথমে বাংলাদেশের উচ্চ ফলনশীল মাশরুম জাত হলো বারোমাসি ওয়েষ্টার মাশরুম ।মাশরুম চাষের জন্য যা যা করতে হবে তা নিচে দেওয়া হলো: (১)চাষের বীজ বা স্পন তৈরি: মাশরুমের বীজ ল্যাবরেটরিতে টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা হয় ।চাষি পর্যায়ে মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজ কিনতে পাওয়া যায় তাকে বাণিজ্যিক স্পন বলে । (২)চাষ ঘর তৈরি : মাশরুম চাষের ঘরটিতে পর্যাপ্ত অক্সিজেন প্রবেশের জন্য জানালা রাখতে হবে । ঘরটিতে আবছা আলোর ব্যবস্থা রাখতে হবে । ঘরের তাপমাত্রা 20-30 ডিগ্রি সেলসিয়াস রাখার ব্যবস্থা করতে হবে ।মাশরুম আর্দ্র অবস্থা পছন্দ করে । ঘরটিতে 70-80% আর্দ্র তার ব্যবস্থা রাখতে হবে । মাশরুম চাষ ঘরে অসংখ্য অনুজীবের শ্বাস-প্রশ্বাসের ফলে প্রচুর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় ।কার্বন ডাই অক্সাইড ভারী বলে নিচের দিকে জমা হয় ।এজন্য বেড়ার নিচে খোলা রাখতে হয় । (৩)স্পন সংগ্রহ । (৪)প্যাকেট কর্তন। (৫)পরিচর্যা । (৬)অন্যান্য পরিচর্যা । (৭)মাশরুম চাষ সংগ্রহ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ