Unknown

Call

রোজা থাকাকালীন স্ত্রীর নাভির নীচ থেকে হাটুর উপর পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ। এর বহির্ভূত অঙ্গপ্রত্যঙ্গ স্পর্শ করলে কিংবা চুম্বন করলে রোজা ভঙ্গ হবেনা। তবে উত্তেজনা বশত বীর্যপাত হলে রোজা ভেঙ্গে যাবে এবং কাযা ও কাফফারা উভয়ই প্রদান করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mdsagir11

Call

রোযা অর্থ বিরত থাকা, বুজতেই পারছেন রোযা রেখে স্ত্রী শরীর স্পর্ষ  

করা যাবেনা, কারন বর্তমান স্পর্ষের মধে্যও অনেক যৌন লুকায়ি

আর আল্লাহ পাক বান্দার দৈর্য দেখার জন্যই রোযা দিয়েছেন।

আর যদি স্পর্ষ করে ন যদি ভিতর সেক্স জাতিয় পানি বের হয়ে আসে রোযা বেংগে যাবে তাই রোযার মাসে সতর্ক হউয়া উচিত, রাতে সহবাস করতে পারবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ