না, রোযা নষ্ট হবেনা।আপনার যা বের হয় তাকে ফিকহের পরিভাষায় মজি বলে যাতে রোযা নষ্ট হয়না গোসলও ফরজ হয় না। মনি (যা গতিশীল) বের হলেই কেবল রোযা নষ্ট হয়। তবে রোযা তো সংযমের মাস । এ মাসে রোযা রেখে সকল প্রকার যৌন ইচ্ছা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। যে কাম প্রবৃত্তি থেকে বেঁচে থাকতে পারবেনা, তার রোযা এমনিতেই হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ