দয়া করে বলেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ছালাতুল লাইল বা তারাবীহর ছালাত একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এর ফযিলত সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ﻣَﻦْ ﻗَﺎﻡَ ﺭَﻣَﻀَﺎﻥَ ﺇِﻳﻤَﺎﻧًﺎ ﻭَﺍﺣْﺘِﺴَﺎﺑًﺎ ﻏُﻔِﺮَ ﻟَﻪُ ﻣَﺎ ﺗَﻘَﺪَّﻡَ ﻣِﻦْ ﺫَﻧْﺒِﻪِ ‘যে ব্যক্তি রামাযানের রাত্রিতে ঈমানের সাথে ও ছওয়াবের আশায় রাত্রির ছালাত আদায় করে, তার বিগত সকল গোনাহ মাফ করা হয়’। ( মুসলিম, মিশকাত হা/১২৯৬ ‘রামাযান মাসে রাত্রি জাগরণ’ অনুচ্ছেদ-৩৭।) তবে কেউ যদি তারাবীহর ছালাতকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে গুনাহগার হবেনা। কেননা ইসলামী শরীয়তে গুনাহগার হওয়ার কথা বলা হয়নি। আর গুনাহগার হলে শুধু রামাযান মাসেই কেন, অন্য সারা বছরই তো হওয়ার কথা! কেননা আল্লাহর রাসূল গোটা বছরই নিয়মিত এই ছালাত আদায় করতেন। তবে হ্যা, এই মহিমান্বিত মাসে তারাবীহর মতো ফযীলতপূর্ন ইবাদাতকে অলসতা করে ছেড়ে দেওয়া কোনভাবেই উচিৎ না। মহান আল্লাহ এ মাসে বেশী বেশী তার ইবাদাত-বন্দেগী করার তাওফিক দিন। আমীন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ