Call

পড়তে জানলে সব বই থেকেই পারবেন তারপর ২ টা ভাল বইয়ে নাম বলছি যে গুলো অনেক সহজ ভাষায় লেখা খুব দ্রুত শেখতে পারবেন | "তিন মাসে ইংরেজী শিক্ষা" এইচ.এন তালুকদার, নির্মল বুক এজেন্সি, কলকাতা | "সূত্রের মাধ্যমে ইংরেজি" জাফর ও রাফি প্রকাশকঃ হেলপ লাইন, ঢাকা |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পড়ার চেয়ে প্রাকটিস বেশি জরুরী

#ইংরেজি_মাস্টার_এখন_আপনার_কিবোর্ডে


সবাই আমাদের ইংরেজি শেখার জন্য ইংরেজি প্রাকটিস করতে বলে  এজন্যই অনেকেই আমাদের ইংরেজি সিনেমা, ইংরেজি ড্রামা সিরিজ দেথতে বলেন  হ্যা এগুলো ছাড়া আপনি ইংরেজি স্পোকেন লেভেল এনং লিচেনিং লেভেল সহজেবাড়াতে পারবেন না। কিন্তু সঠিক ইংরেজি জানতে হলে আপনাকে অবশ্যই‌ সঠিক ইংরেজি গ্রামার জানতে হবে। 


এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে-

স্পোকেন লেভেল বাড়ানোর জন্য না হয় ইংরেজি সিনেমা কিংবা ইরেজি ড্রামা সিরিজ দেখবো, কিন্তু ইংরেজি গ্রামার ঠিককরার জন্য কিভাবে প্রাকটিস করবো? কার সাথে করবো


আপনি যদি খুব একগ্র হন যে আমি ভুল  রাখবো, তবেই আপনার মাস্টার আপনাকে ছাড় দিবে  মাস্টারের নাম শুনতেইচ্ছা করছে না? আচ্ছা আপনার মাস্টার এর নামটা বলেই দেই- হ্যা ইংরেজি স্যার এর নাম গ্রামারলি ( Grammarly) গ্রামারলি স্যার কে কম্পিউটার এবং মোবাইল দুটোতেই ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটার  ব্রাউজারএক্সটেনশন টুল এবং মোবাইল  কিবোর্ড হিসেবে পাবেন। 

মোবাইল ভার্সন ফিচার :

*  আপনি আপনার কিবোর্ড দিয়ে কোন বাক্য লেখার সাথে সাথে আপনার মাস্টার ইংরেজি গ্রামার ভুল ধরার চেষ্টা করবে 

*  আপনি কোন বাক্য লেখার পর যেকোন গ্রামাটিক্যাল ভুল থাকলে আপনাকে নোটিফিকেশন দিবে।

*  আপনি কোন ভুল শব্দ ( বানান যদিও সঠিক )বাক‌্যে রাখলে আপনাকে তা জানাবে 

*  আপনাকে ভোকাবুলারি শেখাবে। কারণ আপনার ইংরেজি বাক্যে রাখা যেকোন শব্দের উপর চাপ দিলে  শব্দেরসমার্থক সকল শব্দ পেয়ে যাবেন। আপনি কি ভুল দেখার পরেও ঠিক করার ইচ্ছা রাখবেন না!

*  আপনাকে কোয়ালিটি শব্দ বাছাই করে দিবে যদি আপিনি কম কোয়ালিটির শব্দ বাক‌্যে ব‌্যবহার করে থাকেন।


ডাউনলোড লিঙ্ক 


https://bit.ly/2P8vVOF


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ