পডকাস্ট বর্তমানে ট্রেন্ডিং একটা টপিক। মানুষের মাল্টিটাস্কিং হওয়ার প্রবণতা থেকেই এর উদ্ভব।
এখন আমরা 10মিনিট সময় দিয়ে একটা রিপোর্ট কিংবা 1ঘন্টায় একটা গল্প পড়তে তেমন আগ্রহী নই।
কম্পিউটারে কাজ করতে করতে যদি নিউজটা কিংবা গল্প উপন্যাস কেউ পড়ে শোনায়, তাহলে ভিন্ন কথা।
এই জায়গাতেই পডকাস্ট সফল হচ্ছে। এবং আগামীতে যেকোন মিডিয়াকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবণা রয়েছে।
প্রচুর উপায়ও রয়েছে পডকাস্টিং এর মাধ্যমে আয় করার। যেমন-
1) বিজ্ঞাপন থেকে
2) সাবস্ক্রিপশন থেকে
3) স্পন্সরশীপ, ইত্যাদি।
২০২১ সালে এসে যদি এই প্রশ্ন করেন, তাহলে কিছুটা অবাক হতেই হয়। যাইহোক এটা কোনো বিষয় না। সরাসরি আপনার প্রশ্নের উত্তরে আসছি।
এককথায় যদি বলি হ্য অবশ্যই যায়। অনলাইনে কেন! অফলাইনে যারা কাজ করে অর্থাৎ অফিসে বসে, তাদের কাজও অনলাইনেই হয় বেশিরভাগ।
যেহেতু আপনার প্রশ্নটা একটু অবাক করেছে, তাই আপনাকে সহজ এবং কঠিন দুই ধরনের কাজের সমন্বয়ে অনেকগুলো কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেগুলো করে অনলাইনে ইনকাম করা যায় এমন একটি আর্টিকেল যুক্ত করে দিচ্ছি।
আশা করি এবার আপনি অনলাইনে ইনকাম করার পথ খুজে পাবেন।
ধন্যবাদ।
ফ্রি থিন ব্যবহার করার জন্য এধরনের সমস্যা হচ্ছে। ফ্রি থিমে কোড শুন্যতা থাকায় বিভিন্ন সমস্যা দেখা দেয়।
লিঙ্কের কোড কপি করে এর উপর বসিয়ে দিন। এরপর ডিবাগ করে লিঙ্ক শেয়ার করুন।
ফেসবুকে ব্লগারের লিঙ্ক শেয়ার করলে লাস্ট পোস্টের ছবি আসে। লোগো নিয়ে আসার উপায় কী?
অবশ্যই পারবেন। এজন্য একটি থার্ড পার্টি এপস দরকার হবে। এই অ্যাপসটি যে ডিভাইসের ছবি বা ভিডিও ফিরে পেতে চাচ্ছেন সেটিতে ইনস্টল করুন।
আমি ১বছরের আগে ডিলিট করা ছবিও পেয়েছিলাম।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
বিশ্বস্ত সাইট তো অনেক রয়েছে, কিন্তু আপনি কি ধরনের কাজ করতে চান উল্লেখ করলে সুবিধা হতো।
যাই হোক, আপনি আর্টিকেল লিখতে পারলে অনলাইনে এই কাজের জন্য ৫টি বিশ্বস্ত প্লাটফর্ম সম্পর্কে জেনে নিন।
যদি এফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে বাংলাদেশের 10টি মার্কেট সম্পর্কে জেনে নিন।
অনলাইনে কেন ইনকাম করা যাবেনা! কথায় আছে টাইম ইজ মানি। তো আপনার সময় যেখানে দিবেন সেখান থেকেই টাকা আসবে। জানতে চেয়েছেন মোবাইলে অনলাইনে টাকা ইনকাম করা যায় কি না!
আচ্ছা এটা কথা বলুন তো! মোবাইল কি আর এখন মোবাইল আছে?? কি করা যায় না বলুন মোবাইলে! হ্যা যদি কম্ফোর্টের কথায় আসেন তো কিছু কাজ করতে মোবাইলে করতে সমস্যা হবেই।
তবে ইনকাম করা যাবেনা এমন কোন সমস্যা নেই।
মোবাইলে যেসব কাজ আপনি গ্যারান্টি সহকারে করতে পারবেন তার একটি তালিকা করা যেতে পারে -
১) রেফার
২) অ্যাফিলিয়েট
৩) আর্টিকেল লিখে
৪) ফিল্যান্স মোবাইল ফটোগ্রাফি
৫) রি-সেল
৬) ফেসবুক পেজ/গ্রুপ
৭) পডকাস্ট
বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্লগ ITsomoy ( বর্তমানে pratiborton.com ) এর তত্ত্বাবধানে আর্টিকেল শপ নামের একটি ফেসবুক পেজ রয়েছে।
যেখান থেকে আপনি স্বল্পমূল্যে ভালমানের এসইও অপটিমাইজড আর্টিকেল কিনতে পারবেন।
আমাদের থেকে কেন আর্টিকেল নিবেন?
♠ আর্টিকেল শপ প্রতিবর্তন.কম ব্লগের একটি পেজ। প্রতিবর্তন.কম মার্কেটে এসেছে সততা এবং আস্থাকে সঙ্গী করে। এই দুইটি জিনিস যদি আমরা কখনো হারিয়ে ফেলি, সেদিন প্রতিবর্তন ধ্বংস হয়ে যাবে।
>> সুতরাং আমাদের ক্লায়েন্ট হিসেবে আপনি ১০০% ইউনিক আর্টিকেল পাবেন সেই নিশ্চয়তা আপনি পাচ্ছেন।
♠ আপনি আমাদের থেকে কেন আর্টিকেল কিনবেন? কারণ আপনি গুগল র্যাঙ্কে আর্টিকেলগুলো দেখতে চান।
তাই আমরা আপনাকে দিবো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজড ( SEO ) আর্টিকেল।
>> কিভাবে বিশ্বাস করবেন তাই ভাবছেন? চিন্তার কিছু নেই আপনি নিজেই প্রমাণ দেখতে পারেন।
আপনার সুবিধার্থে কিছু প্রমাণ দিচ্ছি। বাকীগুলো আপনি গুগলে দেখতে পারবেন।
shorturl.at/ksHZ6
shorturl.at/cEO36
shorturl.at/ayTWY
shorturl.at/bgjyD
আমরা যখন এই পোস্টটি লিখছি, তখন ডিসেম্বর ৪তারিখ, অর্থাৎ উপরের পোস্টগুলোর বয়স ১৫দিনেরও কম এবং শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ করেও গুগলের ১ম পেজে। একেই বলে এসইও।
♠ গুগল রেজাল্ট তো দেখলেন, আমাদের কনটেন্ট কোয়ালিটি দেখতে ২-১টি আর্টিকেল পড়ে দেখুন।
যোগাযোগ- আর্টিকেল শপ
![]() |
Popcorn; |
নেটফ্লিক্স বর্তমানে হাতের কাছে থাকা সবচেয়ে বড় সিনেমা হল । যেখানে আপনি নতুন সিনেমা, টিভি শো সবার আগে দেখতে পারেন । কিন্তু, নেটফ্লিক্স আপনাকে ফ্রিতে বিনোদন নিতে দেয় না । এজন্য আপনাকে পেমেন্ট সিস্টেমে যেতে হচ্ছে । নেটফ্লিক্স ব্যবহার করার জন্য আপনাকে একটা ভাল পরিমাণ অর্থ তাদেরকে দিতে হয় । চার্জ সিস্টেমে আমাদের সবার জন্য উপযুক্ত নয় । মাস্টারকার্ড বা ভিসা কিন্তু আমাদের সবার কাছে নেই । তাহলে কি আপনি নতুন মুভি দেখতে পারবেন না?
বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায়
কেন পারবেন না । আজকে জানাবো কিভাবে আপনি নেটফ্লিক্সে এর মুভি, টিভি শো কোন রেস্ট্রিকশান ছাড়া ফ্রিতে দেখতে পারেন । তাহলে শুরু করা যাক-
ফ্রি নেটফ্লিক্স দেখার জন্য আপনার একটি সফটওয়্যার দরকার - পপকর্ণ । নেটফ্লিক্সে আপনার পছন্দের সকল টিভি শো খুজে পাবেন পপকর্ণ সফটওয়্যার এ । নতুন সকল মুভি এখানেও আপডেট করা হয় নেটফ্লিক্স এর মতো ।
ফিচার:
এখন একটা খারাপ খবর, বুখতেই পারছেন অ্যাপসটি নেটফ্লিক্স বা অন্যান্য প্রিমিয়িাম অনলাইন মুভি, টিভি শো কোম্পানির ব্যবসার ক্ষতি করছে, তাই আপনিও প্লে স্টোরে খুজে পাবেন না পপকর্ণ কে । তবে সব ধরণের ডিভাইসেই ব্যবহার করতে পারবেন । এমনকি আপনার অ্যান্ড্রয়েড টিভিতেও ।
ডাউনলোড করার জন্য পপকর্ণ ওয়েবসাইটে যেতে হবে । ওয়েবসাইটে গিয়ে আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম অনুযায়ী সফটওয়্যার বাছাই করে ডাউনলোড দিন । ইন্সটল করে মুভি দেখা শুরু করে দিন। হ্যাপি মুভি ওয়াচিং ।
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক :
পোস্ট টি প্রথম পাবলিশ হয় - Somoy Bangla Blog-বাংলায় প্রযুক্তির সুর এ
রক্তদানের পূর্বে যা আপনাকে জানতে হবে। এখানে থেকে জেনে নিন ।
রক্ত দেওয়ার পূর্বে এই বিষয়গুলো মেনে চললে যে কেউ রক্তদান করতে পারবেন। তবে রক্তদিয়ে যদি গ্রহীতার উপকার না হয়ে অপকার হয় তাহলে কিন্তু আপনিই দায়ী। এজন্য ভালভাবে জেনে বুঝে তারপর রক্ত দিবেন।
একটি অ্যাপ এবং সাইট ।
যেখানে আপনার যেকোন লিঙ্ক কে শর্ট করে নিতে পারবেন
আপনার একাউন্ট এ শিওর ক্যাশ বিল্ট ইন আছে । শিওর ক্যাশ থেকে টাকা উঠানো যায় এমন দোকানে গিয়ে উঠাতে পারবেন
itsomoy.co তে দেখুন
ক্লিন শেভ করা : যেকোন প্রতিষ্ঠান সবসময়ই একজন প্রাপ্ত বয়স্ক, ম্যাচিউরড ছেলে বা মেয়ে কে চায়, কিন্তু আমরা ক্লিনড শেভ করে বালক ছেলের চেষ্টা করি । তবে যদি আপনাকে ক্লিনড শেভ এ ভাল মানিয়ে যায় এবং ম্যানলি দেখায় তবে আপনি করতে পারেন ।তবে সবার জন্য সবচেয়ে ভাল হবে যদি আপনি ইন্টারভিউ এর আগের দিন সকাল বা বিকেলে শেভ করেন ।তাহলে আপনাকে ক্লিন লাগবে আর হালকা দাড়ির আভায় ম্যানলিও লাগবে ।
আমরা অনেকেই ভাবি যে আমার দৈন্যদশা দেখে হয়তো আমাকে চাকরি দিবে!
কখনো ১টি বাক্য দিয়ে ৪৮ টি বাক্য তৈরি করার চেষ্টা করেছেন?
বিষয়টা ভাবতে সহজ মনে হলেও এতটা সহজ কি?
বিশেষ করে নেগেটিভ ইন্টারগেটিভ বাক্য গুলো?
কথায় আছে যে টেন্স নির্ভুল ভাবে পারে সে ইংরেজীর ৪০%পারে ||
বাকি ৪০# তার ভোকাবুলারি দক্ষতা এবং অন্যান্য ২০% এর উপর নির্ভর করে ।
এখানে সকল টেন্স এর একসাথে ৪৮ টি স্ট্রাকচার এবং উদাহরণ দেওয়া আছে ।
ডাউনলোড করতে পারবে এই লিঙ্ক এ চাপ দিয়ে