Sajib5

Call
শ্রীমতি রাধা রানী জাগতিক অর্থে আয়ান ঘোষের স্ত্রী হলেও আর ভগবান শ্রীকৃষ্ণের মামী হলেও। প্রকৃত অর্থে তিনি ছিলেন পরমেশ্বর (পরম + ঈশ্বর) ভগবান শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তি বা আনন্দ শক্তি। লোকশিক্ষার জন্য তিনি নিজেই তার শক্তিকে আলাদা করে রাধা রানীর রূপ পরিগ্রহ করেছিলেন। আয়ান ঘোষ ছিলেন বিষ্ণুর ভক্ত তিনি লক্ষীদেবীকে স্ত্রীরূপে প্রাপ্ত হওয়ার জন্য ভগবান বিষ্ণুদেবের নিকট বর প্রার্থনা করেন। ভগবান কখনো তার শুদ্ধ ভক্তকে বিমুখ করেন না। তাই তিনি ভক্তের ইচ্ছা পূর্ণ করেছিলেন। কিন্তু তিনি আয়ান ঘোষকে নপুংসক করে দিয়েছিলেন তাই রাধার কোন সন্তান নাই। আর সেই সাথে মনুষ্যকুলকে একটি গুঢ় শিক্ষাও দিয়েছিলেন। তা হলো, শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর এবং পরমাত্মা আর আমরা হচ্ছি জীবাত্মা( সাধারণ জীবদের মাঝে যে আত্মা বিরাজমান)। এই জীবাত্মা আসল পরমাত্মারও ক্ষুদ্র অংশ। তাই জীবাত্মা বা ক্ষুদ্র অংশ তার মূল অংশের সাথে মিলিত বা সংযুক্ত হতে প্রতিনিয়তই আনছান করতে থাকে। ঠিক তেমনি রাধা রানী হচ্ছেন জীবাত্মা তাই পরমাত্মা শ্রীকৃষ্ণের সাথে সর্বদা মিলিত হতে ব্যকুল থাকতেন। আর আমরাও ঠিক তেমনি রাধা রানীর মত তার পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যাতে সর্বদা আকর্ষিত থাকি তাই তিনি চান। যাতে তার শরণাগত হয়ে আমরা জগতের ভোগ-বিলাস থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে যেতে পারি। মূলত এটাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধা রানীর ব্যকুলতা সদৃশ প্রেম রহস্য। যা অনেকেই এই গুঢ় তথ্য বুঝতে পারে না। আর না বুঝে অন্যকিছু বুঝে নেয়। বিষয়টা পুরোটাই পারমার্থিক বা আধ্যাত্মিক বিষয়। এই বিষয় গুলো খুবই গুঢ় আর তাৎপর্য়মূলক, তাই অনুরোধ করবো এই বিষয়ে প্রশ্ন করা হলে কেউ সঠিকভাবে না জেনে মন্তব্য করবেন না। তাতে পারমার্থিক বিষয় গুলোর অবমূল্যায়ন আর ভুল তথ্য প্রেরণ করা হবে। পারমার্থিক বিষয়ে অভিজ্ঞ সনাতনী কোন সু-পন্ডিত এই বিষয় গুলো সমাধান করার জন্য অনুরোধ করছি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbdulHalim

Call

ভগবান শ্রী কৃষ্ণের মোট ১৬১০৮ জন স্ত্রী ছিলেন যাদের মধ্যে আটজন ছিলেন তাঁর প্রধান মহিষী এবং বাকি ১৬১০০ জন ছিলেন নরকাসুরের অন্তঃপুর থেকে উদ্ধার হওয়া রমণীকুল। কিন্তু এই প্রত্যেক রমণীকেই দেবী লক্ষ্মীর অবতার হিসেবে মনে করা হয়।স্ত্রী গণ হলো ( ১৬১০০ জন ছাড়া)রুক্মিণী,সত্যভামার, জাম্ববতী,নগ্নাজিতি, কালিন্দি,মদ্রা,মহিষী, মিত্রবিন্দা৤

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ