শেয়ার করুন বন্ধুর সাথে
fahim99

Call

-1 বস্তু যে রঙের আলো প্রতিফলিত করে তার উপরই ঐ বস্তুর বর্ণ বা রঙ নির্ভর করে। সূর্যের যে আলো আমাদের কাছে সাদা বলে মনে হয় তা প্রকৃতপক্ষে ৭ রঙের সংমিশ্রণ। এই রঙগুলো হল বেগুনি, আসমানি, নীল, সবুজ, হলুদ, কমলা ও লাল। রঙধনুতে আমরা এই ৭ টি রঙ দেখতে পাই। তেকোণা কাঁচের ভিতর দিয়ে সূর্যের আলোকে অতিক্রম করিয়ে সাত রঙে তাকে বিচ্ছুরিত বা আলাদা আলাদা করা যায়। যেমন সূর্যের আলোয় আপেল কিংবা টমেটোকে লাল দেখায়। তার কারণ এগুলো সূর্যের আলোর শুধু লাল রঙটিই প্রতিফলিত করে এবং বাকি সবগুলো রঙকে শোষণ করে। তেমনি সূর্যের সব রঙকে শোষণ করে নিয়ে শুধু সবুজ আলোকেই ফিরিয়ে দেয় বলেই ঘাসকে সবুজ দেখায়। আর আলোর সবগুলো বর্ণকে প্রতিফলিত করে ফিরিয়ে দেয় বলেই সাদা জামাকে সাদা দেখায়। একইভাবে সাদা আলোর সবগুলো বর্ণকে শোষণ করে নেয় বলেই ব্লাকবোর্ড কালো দেখায়। তবে একমাত্র সাদা ও লাল আলো ছাড়া অন্য যেকোনো আলোতে আপেল বা টমেটোকে কালো দেখায়। এমনি করেই আমাদের চোখে বিভিন্ন জিনিস বিভিন্ন রঙে ধরা পড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ