শেয়ার করুন বন্ধুর সাথে

ফেসবুকে চাকরি করার স্বপ্ন হয়ত অনেকেই দেখেন। সিলিকন ভ্যালির হার্ট অফ সিটিতে বসে ফেসবুক অফিসে কাজ করছেন এর কর্মীরা। বিশ্বের এক নম্বর জনপ্রিয় কোম্পানির জব স্টাইল যে অন্য পাঁচটা কোম্পানির মতো নয় একথা বলা বাহুল্য। কিন্তু আমাদের জানতে ইচ্ছেতো করে যারা ফেসবুকে চাকরি করেন মাসের শেষে কত বেতন পান তারা। জব পোর্টাল গ্ল্যাসডোর প্রকাশ করেছে ফেসবুকের বিভিন্ন পদের বেতন তালিকা। তাদের বেতন তালিকা দেখে সাধারণ চাকরিজীবীদের চক্ষু ছানাবড়া হতে পারে। কিন্তু ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের বছরে বেতন মাত্র ১ ডলার। যদিও ফেসবুকে তাঁর ব্যক্তিগত শেয়ার রয়েছে ২৮ শতাংশ (২০১২ সর্বশেষ খবর অনুযায়ী)। এখানে ফেসবুকের সর্বোচ্চ ১৫টি পদের বেতন তালিকা দেওয়া হল। বেসিক বেতন ও বোনাস নিয়ে বছরে তাদের মোট আয়… ১. Engineering Manager: ২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা ২. Software Engineer V: ১ কোটি ৫৯ লাখ টাকা ৩. Senior Software Engineer: ১ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা ৪. Software Engineer IV: ১ কোটি ২৮ লাখ ৯১ হাজার টাকা ৫. Product Manager: ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকা ৬. Data Scientist: ১ কোটি ১৪ লাখ ২ হাজার টাকা ৭. Software Engineer: ১ কোটি ১২ লাখ ৫৮ হাজার টাকা ৮. Technical Program Manager: ১ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকা ৯. Research Scientist: ১ কোটি ৬ লাখ ২ হাজার টাকা ১০. Software Engineer III: ১ কোটি ৫ লাখ ২ হাজার টাকা ১১. Network Engineer: ৯৮ লাখ ৩২ হাজার টাকা ১২. Data Engineer: ৯০ লাখ ২১ হাজার টাকা ১৩. User Interface Engineer: ৯০ লাখ ৬ হাজার টাকা ১৪. Production Engineer: ৮১ লাখ ৩৬ হাজার টাকা ১৫. Product Analyst: ৭২ লাখ ৯৭ হাজার টাকা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ