Call

disk drigger pro তবে সেট অব্যশই root থাকতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sofikul

Call

হারিয়ে হওয়া ফাইল Hexamob Recovery Pro.apk  দিয়ে ফিরিয়ে আনতে পারবেন আপনার এন্ড্রয়েড ফোন দিয়েই 

ডাউনলোডঃ

ব্যবহার করবেন যেভাবেঃ

  • image") 0.2em 0.5em no-repeat;"> প্রথমে App টি ওপেন করুন। Selective recovery তে যান। মেমোরী ফরম্যাট হয়ে থাকলে Total recovery তে যান।

  • image") 0.2em 0.5em no-repeat;"> search in এ sdcard সিলেক্ট করুন। আর Save to তে ফোন মেমোরী সিলেক্ট করুন। Next এ যান। ফাইল টাইপ চাইলে দিন। যেমন যদি jpg ফাইল রিকভারী করতে চান তাহলে jpg লিখবেন। এরপর Next দিলে ফাইল Searching শুরু হবে। শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

  • image") 0.2em 0.5em no-repeat;"> ফাইল Searching শেষ হলে ডিলিট হওয়া ফাইলগুলো দেখাবে। এখান থেকে যেগুলো রিকভারি করবেন সেগুলো টিক দিন। অথবা চাইলে সবগুলোও মার্ক করতে পারেন। এরপর Recovery দিন।

ব্যাস Compleate হয়ে গেলেই আপনি আপনার ফাইলগুলো পেয়ে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ