আমার প্রেমিক কিছুদিন যাবতই শারীরিক সম্পর্ক করার জন্য আমাকে খুবই জোরাজুরি করছে। আমি ঠিক সাহস করতে পারছি না। এটা কি ঠিক হবে করা? সে কিছুই শুনতে আগ্রহী হয়, আমি না বললেই মনখুন্ন হচ্ছে। এমন অবস্থায় কী করতে পারি আমি?
শেয়ার করুন বন্ধুর সাথে

সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই এমনটা চাইবে না। আসলে ভালোবাসার শেষ ধাপ হল যৌন মিলন যদি তাই করে পেলেন তবে নিশ্চিত আপনার কপালে দুঃখ আছে। আপনি আজকের হ্যাপি এবং রুবেলের মত জনপ্রিয় তারকাদের থেকে শিক্ষা নিতে পারেন। আর একটি গবেষণায় দেখা গেছে যারাই বিয়ের আগে শারীরিক সম্পর্ক করেছে তাদের বেশির ভাগই অসুখী। আপনার জন্য এই মুহূর্তে করনীয় কিছু টিপস নিচে দিলাম: প্রথমেই বলে রাখা ভালো যে বিয়ের আগে যৌন সম্পর্কের বিষয়টি আমাদের সমাজে মোটেও ভালো কিছু হিসাবে পরিচিত নয়। কিন্তু হ্যাঁ, এমনটা হচ্ছে আর অহরহ হচ্ছে। খুব কম বয়সেই এখনকার ছেলেমেয়েরা যৌন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তবে আপনি একটু মন দিয়ে লক্ষ্য করলেই দেখবেন যে বিয়ের আগেই যেসব সম্পর্ক যৌনতার দিকে এগিয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে সম্পর্ক টিকে থাকার বা বিয়েতে গড়াবার হার কিন্তু অনেক কম। এমন হতে পারে যে প্রেমিক আপনাকে যৌন সম্পর্কে জড়াবার জন্য পীড়াপীড়ি করছেন, হুমকি দিচ্ছেন আপনি রাজি না হলে সম্পর্ক ভেঙে ফেলবেন, কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। এক্ষেত্রে প্রথমেই ভেবে দেখুন, বিষয়টি কি আপনি চান? আপনিও কি তার সাথে যৌন সম্পর্কে জড়াতে চান এখনই? সাথে সাথে এটাও ভাবুন যে আপনার সামাজিক অবস্থান বা পারিবারিক মূল্যবোধ অনুযায়ী কাজটা কি ঠিক হবে? জীবন আপনার, সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। তবে মনে রাখবেন, দীর্ঘমেয়াদি সুন্দর সম্পর্ক চাইলে বিয়ের আগে যৌনতা পরিহার করাই ভালো। আপনি হয়তো রাজি নন, কিন্তু প্রেমিক পীড়াপীড়ি করছে। এক্ষেত্রে যা করবেন- -প্রথমে তার সাথে ঠাণ্ডা মাথায় কথা বলুন। তাঁকে বুঝিয়ে বলুন যে বিয়ের আগে এমন সম্পর্কে যেতে আপনি রাজি নন। তিনি আপনাকে ভালোবেসে থাকলে অবশ্যই বিয়ে পর্যন্ত অপেক্ষা করবেন। -প্রেমিক মানেই তাঁকে চোখ বুজে ভরসা করতে হবে এমন কোনো আইন নেই। এই অন্ধ ভরসার কারণে প্রেমিকের সাথে কোনো বন্ধুর বাসায়, হোটেলে বা নির্জন স্থানে চলে যাবেন না যেন। নিজের বিপদ নিজেই ডেকে আনবেন তাহলে। -প্রেমিকের সাথে সর্বদা পাবলিক প্লেসে দেখা করুন। তিনি সম্পর্ক ভাঙার হুমকি দিলে আপনিও পাল্টা হুমকি দিন যে তিনি জোর করলে আপনি আর যোগাযোগ রাখবেন না। -শুধুমাত্র যৌনতাকে বৈধ করার জন্য গোপনে কাজী অফিসে বিয়ে করার মত বোকামি করতে যাবেন না একেবারেই। -প্রেমিককে খুশি করতে নিজের ব্যক্তিগত ছবি দেয়ার শর্তেও রাজি হবেন না। -এবং সবচাইতে বড় সত্য হচ্ছে, যৌন সম্পর্কে বাধা দেয়ায় প্রেমিক যদি আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে তাঁকে যেতে দিন। এটা জানবেন যে এই মানুষটি কখনোই আপনাকে ভালোবাসেনি। এবং তার থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আগে নিশ্চিত হোন, তার দায়িত্ববোধ কতটুকু। যৌনতার বিষয়ে সবচেয়ে ভালো কনসেপ্ট হচ্ছে, একজন পুরুষকে মনে রাখতে হবে নারীর যোনিতে লিঙ্গ প্রবেশ করানো মাত্রই সারা জীবনের জন্য সার্বিক দায়িত্ব অর্পিত হয়। নৈতিক, মানসিক, সামাজিকসহ সব রকমের এ দায়িত্ব পালনে পুরুষটি কতটুকু সিরিয়াস এবং কতটুকু সক্ষম সেই বিবেচনা আগে করতে হবে। নারীর কর্তব্য হচ্ছে, পুরুষের এ দায়িত্ববোধ সম্পর্কে নিশ্চিত হওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ