শেয়ার করুন বন্ধুর সাথে
Call

চুল পড়তে থাকলে এর কারণ নির্ণয় ও প্রতিকার করা প্রয়োজন। বর্তমানে চুল পড়ার চিকিৎসায় অনেক অগ্রগতি হয়েছে। তবে প্রথমে চুল পড়ার কারণ নির্ণয় করা প্রয়োজন। চুল পড়ার নানা কারণের মধ্যে রয়েছে খুশকি ও মাথায় ত্বকের নানা সংক্রমণ ও প্রদাহ, অতিরিক্ত ধুলা-ময়লায় কাজ করা, চুল সঠিকভাবে পরিষ্কার না রাখা, হরমোনের তারতম্য, সঠিকভাবে চুলের পরিচর্যা না করা, সুষম খাদ্য গ্রহণ না করা, অতিরিক্ত মানসিক চাপ, সময়মতো ও পর্যাপ্ত না ঘুমানো এবং নানা কেমিক্যালের ব্যবহার; যেমন- জেল, ¯স্প্রে, চুল সোজা বা কোঁকড়ানোর জন্য হিট দেওয়া, রং করা ও বংশগত। চুল পড়ার কারণ নির্ণয়ে রোগীর ইতিহাস পর্যালোচনা করে নানারকম পরীক্ষা ও হেয়ার অ্যানালাইসিস করা হয়। কারণ অনুযায়ী রোগীকে চিকিৎসা দেওয়া প্রয়োজন। বেশির ভাগ ক্ষেত্রে চুল পড়ার কারণ প্রতিকার করতে পারলেই চুল পড়া বন্ধ হয়। এখানে সঠিক তেল ও শ্যাম্পুর ভূমিকাও অনেক। চুল পড়া বন্ধ হওয়ার পরে নতুন চুল গজানোর জন্য চিকিৎসা দেওয়া দরকার। Ojon একটি ব্র্যান্ডের নাম। এই ব্র্যান্ডের শ্যাম্পু, তেল এবং বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে চুল পড়া রোধে যে চিকিতসা করা হয় তাকেই ওজন ট্রিটমেন্ট বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ