শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডায়বেটিস একটি সারাজীবনের রোগ এর প্রতিকার এখনো আবিষ্কার হয় নি । শুধু ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখা যায় মাত্র । ডায়বেটিস হল অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহান্স এর সমস্যার ফলে তৈরি হওয়া রোগ। যখন এটির সমস্যা হয় তখন হরমোন(ইনসুলিন) নিসৃত বন্ধ হয়ে যায় এই হরমোন শরীরের অতিরিক্ত শর্করা চর্বি দমন করত । কিন্তু এটিতে সমস্যা হওয়ায় এই অতিরিক্ত শর্করা আর দমন হয় না ফলে অতিরিক্ত চর্বি শর্করা রক্তে জমা হতে শুরু করে ।রক্তে গ্লুকজের মাত্রা কত এটি হচ্ছে ডায়বেটিসের মাত্রা । এখন ঔষুধের দ্বারা কৃত্রিম ইনসুলিন তৈরি করে ডায়বেটিস নিয়ণ্ত্রন করা হয় । 

আশা করি বুঝতে পেরেছেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ