শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মানুষের দুধ দাঁত থাকে- ২০ টি।শিশুর দুধদাঁত কখনো কখনো ১১ বছর বয়স পর্যন্ত মুখে অবস্থান করে। শিশুদের দুধদাঁতকে বলে প্রাইমারি টুথ। সাধারণত ছয় বছর বয়সের দিকে এই দুধদাঁত পড়ে যায় এবং এর জায়গায় নতুন স্থায়ী দাঁত ওঠে। মেয়েদের দাঁত সাধারণত ছেলেদের আগেই পড়ে। আর এই দুধদাঁত ক্রমিক হারে পড়ে যে ক্রমে প্রথম উঠেছিল। সাধারণত প্রথমে পড়ে সামনের পাটির নিচের দুটি দাঁত, তারপর সামনের ওপরের দুটি, তারপর পাশের ধারালো, প্রথম মোলার, ক্যানাইন ও সবশেষে দ্বিতীয় মোলার। ১২ থেকে ১৩ বছরের মধ্যে সব দাঁত পড়ে গিয়ে আবার ওঠার কথা। ★শিশু জন্মানোর পর থেকেই শুরু হয়ে যাওয়া উচিত্ তার মাড়ির যত্ন। স্টেরিলাইজ করা গজ বা কাপড় হাতে জড়িয়ে খুব সাবধানে শিশুর মাড়ি পরিস্কার করা উচিত্। ++এই সময়ে বাচ্চার মুখে যদি কোন দুর্গন্ধ হয় তবে বুঝতে হবে যে মাড়িতে কোন সংক্রমণ ঘটেছে। ++শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় খেয়াল রাখবেন স্তন এবং হাত পরিস্কার আছে কি না। ++জন্মানোর পর থেকে বুকের দুধ না ছাড়া পর্যন্ত বিশেষ সর্তকতা অবলম্বন করা উচিত্। যদিও দুধে অ্যান্টিবডি থাকে, তা হলেও দুধের স্ত শুকিয়ে শিশুর মাড়িতে ফাংগাল ইনফেকশান সৃষ্টি করে। তাই গজ বা কাপড় দিয়ে নিয়মিত পরিসড়ার করা উচিত্। ++শিশু কথা বলতে শুরু করলে ওরাল ক্রিম দিয়ে শিশুর মাড়ি মাসাজ করা উচিত্। ডাক্তারের প্রেশক্রিপশন অনুযায়ী মাসাজ ক্রিম ব্যবহার করতে হবে। ++বাচ্চার দুধের দাত উঠলে সব কিছুতেই কামড়ানোর চেষ্টা করে। তাই সংক্রমণের বেশি ভয় থাকে। এই সময় সফট বা ডিজিটাল ব্রাশ দিয়ে ধীরে ধীরে ব্রাশ করানো উচিত্। ++ছোট থেকেই শিশুকে নিয়ম করে সকালে ঘুম থেকে উঠার পর এবং রাত্রে শুতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা সেখানো উচিত্। ++যে সমস্ত শিশুরা একটু বড় বয়স পর্যন্ত মায়ের দুধ খায় তাদের দাঁতে ক্যারিজ হতে পারে। এই সমস্ত দাঁত তুলে না ফেলে সঠিক চিকিত্সা করে রেখে দেয়ার চেষ্টা করতে হবে। কারণ তুলে ফেললে পরের বার দাঁত উঠতে অসুবিধা হয়। ++চকলেট অথবা কার্বহাইড্রেট খাবার খেয়ে মুখ ধুয়ে ফেলা উচিত্, তা না হলে ক্যারিজ হতে পারে। ++আমাদের মুখের লালা বা স্যালাইভাতে এমন কিছু আছে যা আমাদের শরীরে দূষিত জিনিস প্রবেশে বাধা দেয়। বয়স বাড়ার সাথে সাথে এর তারতম্য ঘটে এতে সংক্রমণ ঘটতে পারে। তাই সচেতন হতে হবে। নতুন দাঁত ওঠার সময় শিশুকে ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন প্রচুর দুধ, ছোট মাছ ইত্যাদি খেতে দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ