MituShaleh

Call

পারষ্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধাবোধের অভাব থাকলে, কোনভাবেই সম্পর্ক ভাল রাখার সুযোগ থাকবেনা। প্রধান কারন সন্দেহ। বিশ্বাস কমতে কমতে এক সময় বিশ্বাস সন্দেহতে পরিনিত হয়। আর সন্দেহ থেকে ভুল ধারনা, কথাবার্তা, আচরন বা স্বভাবের পরিবর্তন হয়। তাই সবার আগে মন থেকে সন্দেহ দূর করতে হবে। পূর্ব প্রেম, চুরি, কাউকে অবজ্ঞার দৃষ্টি দেখা, পরকীয়ার মত ঘটনাগুলি দাম্পত্য জীবনে বিপর্যয় বয়ে আনে। এছাড়া আরোও নানাবিধ কারনে, একের প্রতি অন্যের বিশ্বাস যখন শুন্যের কোঠায় পৌছে তখনই দাম্পত্য জীবনে বিপর্যয় অনিবার্য হয়ে দাঁড়ায়। চরম বিপর্যয়ের পূর্বেই যদি স্বামী স্ত্রী ভালোবাসার সম্পর্কে প্রাধান্য দিয়ে মিটিয়ে ফেলতে পারে, তাহলেতো ব্যাপারটা চুকে যায়। তাতেও কাজ নাহলে সাধারনত উভয়পক্ষের অভিবাবক মহল সর্বাধিক চেষ্টা করে দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখার, তাতেও যদি স্বামী স্ত্রীর মধ্যকার বিশ্বাসহীনতার অবসান না হয়, তখন বিচ্ছেদ ছাড়া আর কোন পথ খোলা থাকেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ