MituShaleh

Call

গ্রামে অনেকের মুখেই একটা কথা শুনেছি, কথাটাকে আমাদের শুদ্ধ ভাষায় দাড় করালে হয়- "অতিরিক্ত চিনি ব্যবহারে 'মিষ্টি' মিষ্টি না হয়ে তেতো হয়ে যায়"। ভালোলাগার একটা পর্যায় ভালবাসা। কিন্তু সব ভালবাসিকেই যে আপন করে পেতে হবে এমন কোন নিয়ম নেই। আর সব ভালোবাসা আপন করে পাওয়া সম্ভবও নয়। কিছু কিছু ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যেই সম্পর্কটা যত ভালো করে টিকিয়ে রাখা সম্ভব, কাছাকাছি চলে আসলে সেটা আর সম্ভব হয় না। উল্টো সেখানে বিভিন্ন সমস্যা তৈরি হতে থাকে। সেই দিক থেকে দেখলে কিছু ভালোবাসা আপন করে পাওয়ার চেয়ে দূরে ঠেলে দেয়াই ভালো। যাতে ভালোলাগাতে কোন পরিবর্তন না আসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ