এইটা স্বাভাবিক! সাধারনত মানুষ উষ্ণ রক্তের প্রাণী! তাই গরমের সময় মানুষর দেহের রক্ত চলাচল স্বাভাবিক থাকে ফলে দেহের প্রসারনশীল কোষের প্রসারণ স্বাভাবিকভাবে বেশি হয়! এই কারণে এমন ঝুলে যায়!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অণ্ডকোষ ঝুলে যাওয়া কোন সমস্যা নয়। আমরা জানি অণ্ডকোষের কাজ হল শুক্রাণুর জন্য যথাযথ তাপমাত্রার যোগান দেয়া। যেহেতু গরমকালে শরীরের তাপমাত্রা বেশি থাকে তাই অণ্ডকোষ ঝুলে শরীর থেকে নিচে যায় এবং শুক্রাণুকে যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করে। যদি এটি ঝুলে না যেত তবে শরীরের সাথে লেগে থাকলে (শীতকালে) অতিরিক্ত তাপ পেত। আর প্রসারণ হয় ক্রিমাস্টার নামক পেশীর জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ