এইটা স্বাভাবিক! সাধারনত মানুষ উষ্ণ রক্তের প্রাণী! তাই গরমের সময় মানুষর দেহের রক্ত চলাচল স্বাভাবিক থাকে ফলে দেহের প্রসারনশীল কোষের প্রসারণ স্বাভাবিকভাবে বেশি হয়! এই কারণে এমন ঝুলে যায়! যেমন শীতকালে পেনিস বা অন্ড কোষ অত্যধিক সঃকুচিত অবস্থায় থাকে আর গরম এলে এগুলো ঝুলন্ত থাকে। আবার পেনিস গরম হলে অর্থাৎ উত্তেজিত হলে প্রসারতি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ